বোধনের ‘এই জোছনায় গান-কবিতায়’

| বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:৪৯ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এবার সম্পূর্ণ নতুন ভাবনায় প্রতি পূর্ণিমা রাতের আয়োজনের অঙ্গিকারে সম্প্রতি শুরু করেছে বোধনের জামালখান তৌফিক ম্যানশনেও মহড়াকক্ষের বোধন বারান্দায় ‘এই জোছনায় গান-কবিতায়’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার। প্রথমবারের মতো এ আয়োজনে ছিলো নতুনমাত্রায় বৈঠকি সাজসজ্জায় বসন্তের পূর্ণিমা সন্ধ্যার আমেজে। যেখানে বোধন শিল্পসত্তায় নতুনত্ব চিন্তাচেতনায় কখনো গান, কখনো মনের অব্যক্ত কথা, কখনো কবিতার পংক্তিতে ভিন্ন আঙ্গিকে ফুটে উঠে।
এ সময় কবিতার নানান পথের বাঁকে সুন্দরের নন্দিত নিবাস মাতিয়ে তোলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহ-সভাপতি আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল, বিপ্লব কুমার শীল, আবৃত্তিশিল্পী সাজেদুল আনোয়ার, জসিম উদ্দিন, সুচয়ন সেনগুপ্ত, সাজ্জাদ চৌধুরী, শর্মিলা বড়ুয়া, সুচিত্রা বৈদ্য, জলিল উল্লাহ, ইভান পাল, এবিএম আলবেরুনী। আবৃত্তির মুগ্ধতার পাশাপাশি গানের তাল-লয় ছন্দে মন ছুঁয়ে দেয় ইসমাইল চৌধুরী সোহেল, সঞ্জয় পাল, বিপ্লব কুমার শীল, বাবলি কারণ, শারদীয়া সরকার, উৎপল কান্তি নাথ, ঈশা দে, অর্পিতা চৌধুরী , শ্রাবণী বনিক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ওয়েবিনার
পরবর্তী নিবন্ধঅধিগ্রহণ করা ভূমির ৫১ মালিক পেল ১১ কোটি ৬৩ লাখ টাকা