চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে বোধন আবৃত্তি স্কুল ৬৩ ও সৃষ্টিশীল ৬৪ আবর্তনের শিশুবিভাগের ইচ্ছামতী অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন প্রশিক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে শিক্ষার্থীদের একটি আনুষ্ঠানিক মঞ্চের সাথে যেমনি পরিচয় করানো হয়। এবারের ইচ্ছামতী অনুষ্ঠানের মূল্যায়নে বিচারক ছিলেন বিপ্লব কুমার শীল, লিংকন বিশ্বাস ও উর্মি বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন, সংগীতা কর চৌধুরী। এছাড়াও এ অনুষ্ঠানের পথচলায় শিশু প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণায় বক্তব্য দেন, লিমা চৌধুরী, শংকর প্রসাদ নাথ ও সুচিত্রা বৈদ্য। সঞ্চালনায় ছিলেন ত্রয়ী দে ও মৌসুমি। শিশুপ্রশিক্ষণার্থীরা নানান ছন্দের ছড়া ও কবিতার পরিবেশনার মধ্য দিয়ে ‘ইচ্ছামতী’তে নিজেদের সুকুমার চেতনা জাগিয়ে রাখে। এবারের ইচ্ছামতীতে শিশুবিভাগের প্রশিক্ষার্থী উমা দে, রূপরেখা দাশ, দিয়া দাশ, অরিত্রি দে ইরা, জারিয়াত বিনতে আমীন, সৌমিক বড়ুয়া, মো. ফারাজ আলী খান, শ্রেয়াস দে, আবরার ফায়াজ, শ্রেষ্ঠা চৌধুরী, ঋষভ দে, ঋষিকা চৌধুরী, অদ্রি বড়ুয়া অবন্তী, প্রাচী বড়ূয়া, চিরন্তনী চৌধুরী, ঐত্রী মজুমদার তুলতুল, কৃষ্টি বড়ূয়া, নুসাইবা নুয়ে সাফা, নাবহান চৌধুরী, ঋদ্ধিমান সাহা, গাজী মো. আজমাইন, সৌপ্তিক বড়ূয়া সুতিন, অদ্বৈত দাশ শ্রেয়ান, আদৃত অর্ণ, মিফতাহুল জান্নাত, কৌশিকী ঘোষ, ত্রিপর্ণা বড়ুয়া, অপ্সরা বিপ্লব জুহি, অদ্রিজা ধর, অংকিতা মল্লিক, উম্মে ওয়ারা, নোয়াচিং মারমা, তুষিতা বড়ুয়া, গুঞ্জন বড়ুয়া, কীর্তিমান চৌধুরী, অরিন্দম নন্দী, ঈশান চৌধুরী, পুস্পিতা চৌধুরী, শুভ্রনীল বড়ুয়া, শ্রেয়ান চৌধুরী, শ্রেষ্ঠা বড়ুয়া, তাসনুভা ইসলাম, প্রজ্ঞা বড়ুয়া, উম্মে তাবাসমিতা ইনায়া, স্বস্তিক বড়ুয়া পৃথিবী। প্রেস বিজ্ঞপ্তি।












