বোধন আবৃত্তি স্কুলের ৬২তম আবর্তনের নবীনবরণ গত ১৬ আগস্ট চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ। স্বাগত বক্তব্য দেন, বোধন সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ ও সহসভাপতি শিমুল নন্দী ফুল, ডায়েরি ও কবিতার বই দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। উদ্বোধনী ক্লাসে পাঠ দান করেন আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাইনুল আজম চৌধুরী, অর্থ সম্পাদক সৌরভ দে, রীমা দাশ, হোসনে আরা নাজু, পৃথুলা চৌধুরী, সন্দীপন সেন একা, অনিমেষ পালিত, স্মরণ ধর, লাবণ্য শ্রেয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।