বোধন আবৃত্তি স্কুলে বাংলাভাষার শুদ্ধতম চর্চার অঙ্গীকার নিয়ে বড়দের জন্য ৬ মাস ব্যাপী ও ছোটদের ২ বছরের আবৃত্তি প্রশিক্ষণ কার্যক্রমে ৬২ তম আবর্তনে ভর্তি চলছে। আগামী ১৯ জুলাই সকাল ১০ টায় চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে ক্লাস শুরু হবে । প্রেস বিজ্ঞপ্তি।