বোকা

বিপুল বড়ুয়া | বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৫:৩২ পূর্বাহ্ণ

ঘোড়ার আগে কিনলো গাড়ি

চার বোকারাম হদ্দ

দরজা এঁটে বসলো ঘরে

মস্তো নিয়ে ফর্দ।

চাল কিনবে না চুলো না

বালিশ জোড়া না তুলো না

কিনবে পেঁয়াজ রসুন তো না

সর্দি কাশি খুবই শোনা

ডাকবে গাড়ি হেঁটেই যাবে

বইপত্তর ঘেঁটেই যাবে

রাতদুপুরে কোথায় ছোটে

সঙ্গে কজন অবাক জোটে

কোন খেয়ালে মিষ্টিমুখে

হামলে পড়ে বোকা কজন

দাম দস্তুর কোথায় করা

মিষ্টি চাখে ডজন ডজন।

পূর্ববর্তী নিবন্ধক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী
পরবর্তী নিবন্ধহেমন্ত