বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদের ৩৮ তম প্রয়াণ দিবসে গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর হাজারী লেইনে পার্টি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্টির সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহআলম বলেন, বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তিসংগ্রামের অগ্রনায়ক ছিলেন কমরেড ফরহাদ।
ভাষা আন্দোলন ৬৯–এর গণঅভ্যুত্থান, ৭১–এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী লড়াইয়ে তিনি প্রথম সারির নেতৃত্বের ভূমিকায় ছিলেন। স্বাধীনতা–পরবর্তী বাংলাদেশে তরুণ সমাজ ও শ্রমিক শ্রেণির মধ্যে তিনি বিপ্লবের স্বপ্ন ছড়িয়ে দিতে পেরেছিলেন। আজকের দিনে গণতন্ত্রহীনতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে কমরেড ফরহাদ আমাদের কাছে প্রেরণা হয়ে আছেন। সভার শুরুতে প্রয়াত কমরেড মোহাম্মদ ফরহাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, ফরিদুল আলম ও অমিতাভ সেন। প্রেস বিজ্ঞপ্তি।