বৈষম্যের পরিণতি

সৈয়দ আহমেদ বাদল | বৃহস্পতিবার , ৩ অক্টোবর, ২০২৪ at ৪:৪৮ পূর্বাহ্ণ

একটি বিদ্বেষপূর্ণ বিভাজনের জগতে

বৈষম্য তার কুৎসিত মুখ দেখায়,

জাতি, ধর্ম বা দৃষ্টিভঙ্গির ভিত্তিতে

অনেককে ভয়াবহতার মধ্যে ফেলে দেয়।

সমাজের বিচার গভীরভাবে আঘাত করে,

এতে সৃষ্টি হয় এমন ক্ষত যা কখনো সারে না,

এমন দাগ রেখে যায়, যা সময়ে কাঁদে আর কাঁদে,

অত্যন্ত বাস্তব হয় অবজ্ঞার যন্ত্রণা।

শৃঙ্খল ভাঙার চেষ্টায় সফল তারণ্য যোগবিয়োগের ধার ধারে না,

পক্ষপাত ও বৈষম্যের প্রভাব থেকে পায় মুক্তি,

সবার প্রতি ভালোবাসা নিয়ে এগিয়ে আসা তারণ্য

একতায়, মমতায় করে প্রতিষ্ঠিত সত্যিকারের শান্তি।

আমাদের সমতার জন্য লড়াই করতে হবে,

অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে,

কারণ বিদ্বেষের প্রভাবিত জগতে

একসাথে আমরা টিকে থাকতে পারি কেবল বৈষম্যহীন হয়ে।

পূর্ববর্তী নিবন্ধইচ্ছে ঘুড়ি
পরবর্তী নিবন্ধক্ষতি পুষিয়ে যাবে তো