যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে গতকাল বুধবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটস্থ গ্যালারি হলে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহের থিম ‘সবার জন্য একীভূত এবং সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি করা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মান সম্মত ও সুশিক্ষা ছাড়া কোন জাতিরই মঙ্গল হয় না। আমাদের সবাইকে সুশিক্ষা গ্রহণের ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। জরুরি অবস্থায় মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তা এবং শারীরিক ও মানসিক সুরক্ষার বিকল্প নেই। শিক্ষায় অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করা–শিক্ষকদের সম্মান নিশ্চিত করার মধ্য জাতির ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠতে পারে। বিভেদ বৈষম্যহীন সুশিক্ষাই হতে পারে জাতি গঠনের অন্যতম দিকদর্শন।
জেএসইউএসের ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস, এম, আবদুর রহমান, চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহীদুল আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ব্র্যাক জেলা সমন্বয়ক মো ইনামুল হাসান, ওয়ার্ল্ড ভিশন কর্ণফুলী আরবান এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহকারী পরিচালক (এসডিপি) মো. আরিফুল ইসলাম। শিক্ষা বিষয়ক গ্লোবাল এ্যকশন সপ্তাহের মূল প্রতিপাদ্যকে উপজীব্য করে এতে ধারণাপত্র উপস্থাপন করেন জেএসইউএস প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা) মুনজিলুর রহমান। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক বিপুল বড়ুয়া, তাপস চক্রবর্তী, উৎপল বড়ুয়া, মো. আলী শিকদার, লুৎফুন্নেসা রূপসা, নোমান ঊল্লাহ বাহার, মল্লিকা বড়ুয়া, আনিস খোকন, মোহাম্মদ জিয়াউল হক খোন্দকার, প্রতিবন্ধী শিক্ষার্থী মো. ফজলুল আমিন, আদিবাসী শিক্ষার্থী বিটু চাকমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।