বৈষম্যবিরোধী সরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদ চট্টগ্রামের মানববন্ধন

| বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:২১ পূর্বাহ্ণ

উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা কতিপয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক গতকাল বুধবার ঢাকায় শিক্ষাভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী শিক্ষক পরিষদ চট্টগ্রাম শাখা। গতকাল মহানগরসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।

সকাল থেকেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদালয়ে এই কর্মসূচি শুরু হয়।

সকাল এগারোটায় বিভিন্ন বিদ্যালয়ের সামনে পৃথকভাবে শুরু হয় প্রতিবাদী মানববন্ধন। মানববন্ধনগুলোতে বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট স্কুল চট্টগ্রাম, সরকারি মুসলিম হাইস্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা।

বক্তারা শিক্ষকদের উপর হামলাকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের অবিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান। পাশাপাশি সেসিপসহ অস্থায়ী প্রকল্পভুক্ত কর্মচারীদের প্রকল্প শেষে তাদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর না করা, সরকারি মাধমিক শিক্ষকদের পদোন্নতি খরা কাটাতে প্রবেশপদ নবম গ্রেড ধরে চার স্তরীয় পদসোপান বাস্তবায়ন, বেতনস্কেল ২০০৯ অনুযায়ী প্রাপ্য শিক্ষকদের বকেয়া টাইমস্কেলসিলেকশন গ্রেড প্রদান, সিনিয়র শিক্ষক পদোন্নতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে আবেদনকৃত শিক্ষকদের দ্রুত পদায়নের দাবি জানান। দাবিগুলো বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিসহ কঠোর আন্দোলনে যাওয়ার বিকল্প নেই বলে জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিজবুল্লাহর ৫ হাজার পেজারে বিস্ফোরক বসিয়েছিল ইসরায়েল
পরবর্তী নিবন্ধঘাটফরহাদবেগ পূজা উদযাপন পরিষদের মতবিনিময়