বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৬:২৪ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. ইছমাইল হোসেন বাতেন। ফেনীর পশুরামের ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির আব্দুল মান্নানের ছেলে তিনি। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মো. ইছমাইল হোসেন বাতেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সদস্য। গতকাল ভোরে নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় গত ১৬ আগস্ট একটি মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার মো. ইছমাইল হোসেন বাতেন। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য। গ্রেপ্তার মো. ইছমাইল হোসেন বাতেনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধনাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন
পরবর্তী নিবন্ধরমজানে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা