বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা

| শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্ণ

নাজিরহাট কলেজে স্মরণসভা : হাটহাজারীর নাজিরহাট কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে উক্ত স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন সিদ্দিকী শাহিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের সুমহান আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ দেশ নতুন দিগন্তে প্রবেশ করেছে। সুযোগ সৃষ্টি হয়েছে কল্যাণকামী গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র গঠনের। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সততা ও দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করে জাতীয় মুক্তি অর্জন ও গণতান্ত্রিক দেশ গঠনে এগিয়ে আসতে হবে। অধ্যাপক আরমানুল হক ফরহাদ ও অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন অধ্যাপক এস এম কাউছার, অধ্যাপক মোসফেকা চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ হামিদুল্লাহ এবং কর্মচারিদের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত সহকারী লাইব্রেরিয়ান মো. সুজায়েত আলী চৌধুরী। এর আগে সভার শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে তাদের রুহের মাগফিরাত কামনায় অধ্যাপক দেলাওয়ার হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। স্মরণসভা শেষে অধ্যাপক রোজী মজুমদার ও অধ্যাপক জিয়াউল হকের পরিচালনায় কলেজের ছাত্রছাত্রীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

জিয়াউল উলুম মাদরাসা : বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে জিয়াউল উলুম মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আল্লামা কাজী আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, অধ্যাপক শেখ ফয়জুল্লাহ আহমদ, অধ্যাপক মনজুরুল কাদের, আবু তাহের ফারুকী, মোহাম্মদ শওকাতুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাদেরকে জাতির সূর্য সন্তান হিসেবে অবহিত করেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

পটিয়া উপজেলা প্রশাসন : পটিয়া প্রতিনিধি জানান, জুলাইআগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে ও আহতদের সুস্বাস্থ্য কামনায় পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দীন ভুঞা জনীর সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্লাবন কুমার বিশ্বাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, প্রকৌশলী কমল কান্তি পাল, তপন কুমার রায়, পিপলু চন্দ্র নাথ, মৃন্ময় দাশ, আব্দুল মজিদ, মো. শাহাব উদ্দিন, মো. আরিফুল ইসলাম, চন্দন চক্রবর্তী, গৌতম সেন, বাবুল কান্তি দে, নজরুল ইসলাম, বদরুল খায়ের চৌধুরী, নুরুল ইসলাম, মোজাম্মেল হক, আবদুল জলিল চৌধুরী, খোরশেদ আলম, আবু নাছের শেখ, জসিম উদ্দিন মাস্টার, গাজী আবু তাহের, সেলিম উদ্দীন, গাজী মনির, আবছার উদদীন সোহেল, জমির উদদীন আজাদ, মোহাম্মদ রিপন, রিদুয়ান সিদ্দিকী, কাসেম আল নাহিয়ান, মাহবুব উল্লাহ্‌, হাসান আল বান্না, আবু সিদ্দিক, তালহা রহমান, সাদাউদ জামান চয়ন, শোয়াইব জিয়া, গাজী আবুল হাসনাত জুবায়ের, মারুফুল আলম, .এস.এম সাকিব, আবীর সুলতান, আব্দুল্লাহ, গোলাম মাওলা মাশরাফ, মাসুদ চৌধুরী প্রমুখ। সভায় জুলাইআগস্ট বিপ্লবে নিহত ছাত্রজনতা স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

বরমা কলেজ : বরমা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের নিয়ে স্মরণসভা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ফিন্যান্স বিভাগের প্রভাষক মুহাম্মদ আবুল মনসুরের সঞ্চালনায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতিময় জুলাই ও আগস্ট আন্দোলনের উপর কলেজের শিক্ষকশিক্ষার্থীদের অংশগ্রহণে বিন্দু আবৃত্তি, কোরাস ও নাটিকা পরিবেশিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ খালেদুর রহমান, শবনম নার্গিস, প্রভাষক মুবিনুর রহমান চৌধুরী, সালমা আহসান, জেবউননেসা, রাশেদা আকতার, সাদেকা আকতার, জয়নাল আবেদিন, হোসেন আলী, রবিউল ইসলাম, মোহাম্মদ মোশাররফ, মো. নূরুল আজিম, শাকিল আহমদ, কাজী মাহমুদুর রহমান, সৈয়দ আশেকুল ইসলাম প্রমুখ।

নুরুল হক ডিগ্রি কলেজ : বোয়ালখালী হাজী মো. নুরুল হক ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা গত বুধবার কলেজের কনফারেন্স হলে অধ্যক্ষ এন.এম ফখরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজের প্রভাষক মো. নুহু মিয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপিকা রাজশ্রী বড়ুয়া। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ কাইচারুল হক ও সহকারী অধ্যাপক ছাবেরা বেগম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন চৈতী নাগ, কোরবান আলী ও নুসরাত শারমীন। স্মরণ সভা শেষে শহীদ ও আহতদের নিয়ে স্বরচিত বিভিন্ন কবিতা পাঠ, একক অভিনয়, চিত্রাংকন ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুসলিম হাই স্কুলে হামলা ভাঙচুরে শিক্ষার্থীদের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে