বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কমিটি ঘোষণা

আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব মাসুম

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ২০৮ সদস্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অফিসিয়াল পেইজে এই কমিটি প্রকাশিত হয়।

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক এম. জে. এইচ মঞ্জু ও কেন্দ্রীয় সদস্য সচিব আতিক শাহরিয়া স্বাক্ষরিত চট্টগ্রাম শাখার কমিটির আহ্বায়ক সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান, সদস্য সচিব চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হুসাইন মাসুম, মুখ্য সংগঠক ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রুবায়েত সম্রাট এবং মুখপাত্র চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানিয়া আক্তার।

চট্টগ্রামের ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের এবং সব বিভাগের বিভিন্ন বর্ষের সম্মুখসারির আন্দোলনকারীদের নিয়ে উক্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহী বলেন, ঢাকার পরে আমরা চট্টগ্রামকে কল্পনা করি সব সময়। আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের যে কমিটি আজ হয়েছে; এতে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা বিভিন্নভাবে আন্দোলনে অবদান রেখেও এতদিন হারিয়ে গিয়েছিল তাদের সামনে এনেছি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়া বিএনপির দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধনোয়াপাড়ায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির ইফতার মাহফিল