বৈষম্য দূর করতে হলে রাসূলের (দ.) আদর্শ কায়েম করতে হবে

হাটহাজারীতে মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা

| বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

হাটহাজারী বায়তুশ শরফ আদর্শ সিনিয়র মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(.)মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আবুল কালাম আজাদ বলেছেন,সর্বস্তরে বৈষম্য দূর করতে হলে রাসূলের আদর্শ কায়েম করতে হবে। গত ২৩ সেপ্টেম্বর মাদরাসার সাবেক সভাপতি বাংলাদেশ আলহাজ মো. শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাদরাসা অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম, সহ সুপার এরশাদুল আলম, সিনিয়র শিক্ষক ফজলুল হক। বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মো.শাহজাহান, মো. ফিরোজ। অতিথি মাদরাসার দাতা ও পরিচালনা কমিটির সাবেক সদস্য হারুন অর রশিদ। শিক্ষক মো. আবদুস চবুর তালুকদারের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন আবুল বাশার বিএসসি, মাস্টার মাসুদুল আলম, মাস্টার আবু সৈয়দ, আব্দুল মালেক সাহেদী, জয়নাল আবেদিন কুতুবী, গোলাম কুদ্দুস, কারী আজিজুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশংকর আচার্য্য
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু