বৈশ্বিক অর্থনীতিতে হিসাববিদদের পরিবর্তনশীল ভূমিকা রয়েছে

আন্তর্জাতিক হিসাব দিবসের অনুষ্ঠানে ইউএসটিসির উপাচার্য

| বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি), দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), আন্তর্জাতিক হিসাব দিবস উদযাপন করেছে। গতকাল মঙ্গলবার আগ্রাবাদ সিএমএ ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে হিসাববিদদের পরিবর্তনশীল ভূমিকা এবং ব্যবসার প্রক্রিয়ায় স্বচ্ছতা, সততা এবং স্থায়িত্ব বৃদ্ধিতে এ পেশার প্রভাব নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানের সূচনা হয় শোভাযাত্রার মাধ্যমে। উদ্বোধন করেন সিবিসির চেয়ারম্যান প্রদীপ পাল। তিনি আন্তর্জাতিক হিসাব দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং এ পেশার অর্থনীতিতে অবদানের প্রশংসা করেন। সিবিসির সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম মৈশান এবং ট্রেজারার মো. রেজওয়ান হাসান এ দিবসটির তাৎপর্য উপস্থাপনা করেন। তাঁদের বক্তব্যে তাঁরা হিসাববিদরা কীভাবে প্রতিষ্ঠানের সুপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ এবং নৈতিক মান বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে তা তুলে ধরেন। অনুষ্ঠানে হিসাব পেশার গুণীজন, শিক্ষার্থী ও আইসিএমএবি পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিবিসির সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম মৈশান। সমাপনী বক্তব্যে রাখেন মো. আবু মনসুর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘সুন্নিয়তই মানবমুক্তি ও নাজাতের অবিকল্প প্ল্যাটফরম’
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে অনুদান প্রদান করলেন অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান