বৈশাখ মাসে তপ্ত রোদের
ঝলমলে রঙ রাশি
খুশির পরশ বোলায় মনে
মুখে আনে হাসি।
আমের গাছে মুচকি হাসে
আমের কচি খুকি
হলুদ রঙের ছড়িয়ে মায়া
হাসে সূর্যমুখি।
চপল হাওয়া উড়িয়ে দেয়
পথের মিহি ধুলি
নতুন নীড়ের স্বপ্ন বোনে
টুনটুনি বুলবুলি।
বৈশাখ দিলো প্রকৃতিতে
তুলির নতুন ছোঁয়া
জীর্ণ জরা অসুন্দর সব
আজ গিয়েছে খোয়া।