বৈশাখী দিন

মারজিয়া খানম সিদ্দিকা | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

বৈশাখী দিন

জীবন রঙিন

উম্মাতাল হাওয়ায় ভাসে,

কতদূর আর

ফিরে বারবার

মাধুকরী মন হাসে।

রবলা অবেলাতে

ঘুম ঘুম প্রাতে

আকাশ রাঙা হলো আজি,

কে কে যাবি

চল বৈসাবী

কাঁচা ফুলের মালায় সাজি।

রেশমি চুড়ি

বয়স কুড়ি

যেন মানিয়ে নেয় সবে,

হাতে কঙ্কণ

পায়ে নিক্কণ

খুশি আজ ধরে না ভবে।

মাটির কলস

সাজলো সরস

আলপনায় আমার দেশটি,

সাজে সরব

করবো গরব

রঙিন প্রচ্ছদ পূর্ণ প্রাপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ি ফুল
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে