বৈশাখ এলো

শিরিন আফরোজ | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বৈশাখ এলো বছর ঘুরে শস্য-শ্যামল দেশে
বৈশাখ এলো বছর ঘুরে চৈত্র মাসের শেষে
বৈশাখ এলো বছর ঘুরে মেলায় মুখর দেশ
বৈশাখ এলো বছর ঘুরে উৎসব রঙিন বেশ
বৈশাখ এলো বছর ঘুরে লাল-সাদার ঢল
বৈশাখ এলো বছর ঘুরে নকশা ভরা আঁচল
বৈশাখ এলো বছর ঘুরে খুকির গালে রঙ
বৈশাখ এলো বছর ঘুরে কাচের চুড়ির ঢঙ
বৈশাখ এলো বছর ঘুরে নব দিনের গান
বৈশাখ এলো বছর ঘুরে প্রাণে খুশির বান।

পূর্ববর্তী নিবন্ধহে বৈশাখ
পরবর্তী নিবন্ধবোশেখের রঙ