হাওয়ায় হাওয়ায় আম্র ঘ্রাণ
উথলে ওঠে কিশোর প্রাণ !
খুশির হ্রদে আলোর বান
সুখ –আনন্দ অফুরান।
পান্তা–ইলিশ, মুড়কি–ধান
বাঙালিদের শেকড় টান !
বটের তলায় বাউল গান
ঐতিহ্য আবহমান !
নতুন আলোয় সূর্য স্নান
দুখ–বেদনা হয় যে ম্লান !
নাগরদোলা বাঁশির সুর
জাগায় স্মৃতি কী মধুর !
নতুন আলো নতুন ভোর
খুলবে বুঝি আশার দোর !