বৈলছড়িতে গৃহবধূ খুন অর্থ ও স্বর্ণালংকার লুট

জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া এলাকায় রাশেদা বেগম (৫০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। তিনি ঘোনাপাড়া এলাকার নুরুল ইসলাম প্রকাশ তোতা মিয়ার স্ত্রী ও দুই কন্যা সন্তানের জননী। দুর্বৃত্তরা রোববার গভীর রাতে গৃহবধূকে খুন করে বাড়িতে রক্ষিত নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায়। গতকাল রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মেয়ের জামাই মৃত রাজা মিয়ার পুত্র মো. জাকের হোসেন (৩৮), গ্রাম পুলিশের সদস্য আবদুল গফুর (৫৫) ও আব্দুর রহমানকে (৪৫) থানায় নিয়ে যায়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত কুমার সরকার, সহকারী পুলিশ সুপার আনোয়ারা (সার্কেল) মো. কামরুল হাসান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একদল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে বলে থানা সূত্রে জানা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া ঘোনা পাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী রাশেদা বেগম আশা বাড়িতে একাই ছিলেন। তার স্বামী নুরুল ইসলাম চিকিৎসার জন্য দুদিন আগে চট্টগ্রাম শহরে যান। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে একা পেয়ে খুন করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে ধারণা করছেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, ওই গৃহবধূ এলাকায় বিভিন্নজনের কাছে টাকা সুদে লাগিয়ত করতেন। হয়তো আর্থিক লেনদেন থাকার কারণে এই হত্যাকাণ্ড হতে পারে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়। ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় রাশেদা বেগমকে পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে ইউপি সদস্য রফিকুল ইসলাম জানিয়েছেন।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, গৃহবধূর হত্যাকাণ্ডের কারণ জানতে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানা আনা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ইইউ প্রতিনিধিদলের ব্যস্ত সময়
পরবর্তী নিবন্ধবিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম শুরু