আনোয়ারার বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার নগদ টাকা বিতরণ অব্যাহত রয়েছে। গত রবিবার উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের হাতে নগদ টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুর ইসলাম।
বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলায়মানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর হোসেন, সাধারন সম্পাদক মো, জসিম উদ্দীন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, আনোয়ারা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রাণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর উপহারের টাকা স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারি নির্দেশনার আলোকে তালিকা প্রস্তুত করে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।