বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর ডিসি পার্ক দীঘি

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

সাম্পান বাইচ

সীতাকুণ্ড প্রতিনিধি 

গ্রামীণ প্রতিকৃতির প্রতিচ্ছবি ‘সাম্পান’। এটি চিরায়ত বাংলার লোকজ সংস্কৃতি। এই সাম্পানের মধ্যেই লুকায়িত দেশের গ্রামবাংলার নানা স্মারক। ঐতিহ্যের বাহন সাম্পানকে নতুন প্রজন্মের কাছে পরিচিতি করে তুলে ধরতে এবার সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কের দীঘিতে আয়োজন করা হয়েছে সাম্পান বাইচ। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার বিকেলে এই সাম্পান বাইচ (প্রতিযোগিতা) অংশ নেয় কর্ণফুলী নদীর পাঁচটি সাম্পান মাঝির দল। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে নগদ টাকা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এবার ডিসি পার্কে ফুল উৎসবের অংশ হিসেবে বিশাল দিঘিতে আয়োজন হয় এই সাম্পান বাইচ। এ উপলক্ষে শনিবার হাজার হাজার মানুষ ভিড় করে পার্কে। উপভোগ করে গ্রাম বাংলার সেই সাম্পান প্রতিযোগিতা। পুরো এলাকা জুড়ে সাম্পানের বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ‘হেইওরে, হেইওরে’ ডাকে মুখরিত ছিল। শিশুকিশোর, নারীপুরুষ, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করতে উপস্থিত হয়ে মেতে ওঠে আনন্দউল্লাসে।

প্রতিযোগিতায় পাঁচটি দল অংশ নেয়। এতে প্রথম স্থান অর্জন করে অভয় মিত্র ঘাট সাম্পান সমিতি, দ্বিতীয় হয় ইছানগর বাংলা বাজার ঘাট সাম্পান সমিতি, তৃতীয় স্থান পায় চরপাথর ঘাটা ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতি। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয় ইছানগর সদরঘাট সাম্পান টেম্পো মালিক সমিতি এবং কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন দল।

প্রতিযোগী দলগুলো তাদের সুসজ্জিত সাম্পান আর রংবেরঙের বাহারি পোশাক পরে এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা চলার সময় বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের গান আর পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম৪ আসনের সংসদ সদস্য এস এম আল মামুন, চট্টগ্রাম২ মীরসরাই আসনের মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম৮ আসনের আবদুচ ছালাম, চন্দনাইশ আসনের নজরুল ইসলাম ও পটিয়া আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম।

উল্লেখ্য, চট্টগ্রামের ডিসি পার্কে চলছে মাসব্যাপী ফুল উৎসব। দেশ বিদেশের ১২৭ প্রজাতির ফুলের লক্ষাধিক গাছ দিয়ে সাজানো হয়েছে এবারের ফুল উৎসব। এই উৎসবকে ঘিরে বই মেলা পিঠা উৎসব, ঘুড়ি উৎসবসহ থাকছে নানা অনুষ্ঠান। প্রতিদিই লোকে লোকারণ্য হয়ে উঠে ডিসি পার্ক।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা শুরু ১৫ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধএবার ইদ্দত পালন মামলায় ইমরান-বুশরার সাত বছরের কারাদণ্ড