বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের বিনিয়োগকারীদের মতবিনিময় সভা

| সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

কক্সবাজারস্থ হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের বিনিয়োগকারী মালিকদের একটি মতবিনিময় সভা গত ৯ আগস্ট এবং ১৪ জুন অনুষ্ঠিত স্লটমালিকদের নির্বাচিত প্রতিনিধিদের একটি সংবর্ধনা অনুষ্ঠান বাংলা মোটরস্থ ওয়াটারফল রেস্টুরেন্টে এন্ড কনভেনশন হল ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই শতাধিক স্লটমালিক অনুষ্ঠানে উপস্থিত হন। উক্ত সভাটি স্লটমালিক এবং সমপ্রতি অনুষ্ঠিত স্লটমালিক প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণকারী গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন সর্বশেষ স্লটমালিক প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণকারী অপর দুই সদস্য আব্দুল হালিম ও সিদ্দিকাতুল হক। পবিত্র কোরআনের বাণী ও গীতা পাঠের মাধ্যমে সভার কাজ শুরু হয়। পরবর্তীতে সমপ্রতি অনুষ্ঠিত স্লটমালিক নির্বাচনে নির্বাচিত স্লটমালিক প্রতিনিধিদের মাল্যভূষিত করে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আব্দুল হালিম এবং নির্বাচিত স্লট মালিক প্রতিনিধি শামস জাহান, আবদুল হামিদ, নজরুল ইসলাম খান এবং শামীম রাব্বানী ধারাবাহিকভাবে বিনিয়োগকারী হোটেল প্লটমালিকদের প্রতি ডেভেলপার কোরালরীফ প্রপার্টিজ লিমিটেডের বিভিন্ন ধরনের অনিয়ম, প্রতারণা, ফাইভ স্টার হোটেলের পরিবর্তে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট প্রদান, আপত্তিজনকভাবে ১২ জনকে একটি দলিল প্রদান, কম লভ্যাংশ প্রদানসহ বিভিন্ন আর্থিক দুর্নীতি, স্লট বিক্রয়কালীন সময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিস্তারিত হিসাব, NLPLC বাস্তবায়নের ক্ষতিকর প্রভাব, একের পর এক মামলাবাজির বিবরণ, চলমান মামলা সমুহের সর্বশেষ অবস্থাসহ বিস্তারিত স্লটমালিকদের অবহিত করা হয়। উপস্থিত অংশগ্রহণকারী স্লটমালিকদের মধ্য থেকে সানোয়ার হোসেন, চৌধুরী মকবুল হোসেন, শরফুদ্দিন আহমেদ, ফজলুল হক মণি, জাহিদুল ইসলাম, অধ্যাপক প্রকৌশলী আজিজুল হক, ফরিদা ইয়াসমিন, আমিনুর রহমান, নাজমুল, মুজিবুর রহমান, ফেরদৌস প্রমুখ স্লটমালিকেরা তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে সকল স্লটমালিক সমস্বরে তাদেরকে সম্পৃক্ত করে হোটেলের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রমে সংযুক্ত করেন, সাংবাদিক সম্মেলন, প্রতিবাদ সভা, মানববন্ধন,দুর্নীতি দমন কমিশনে (দুদক), সরকারের উচ্চ পর্যায় ও বুয়েটে প্রতিবাদ লিপি প্রদামের ব্যাপারে একাত্মতা ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
পরবর্তী নিবন্ধছবি দাশগুপ্তা