বেসরকারি স্বাস্থ্য কর্মীদের ৩০ হাজার টাকা বেতন ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি

| মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র অন্তর্ভুক্ত বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন রোজি সাহা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি ও বাংলাদেশ শ্রম সংস্কার কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। আরও উপস্থিত ছিলেন কলখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক শিপন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোকশেদুল আলম চৌধুরী, ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মিজান, রিপা আক্তার, আদুরী কনা, সুপর্না বড়ুয়া ও মোকাদ্দেসা খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আন্তর্জাতিক নার্সেস দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি নার্সদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই দিনে কেবল শ্রদ্ধা নিবেদন নয়, বরং নার্সদের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধগাছবাড়িয়া হাশিমপুর বরুমতি মহাশ্মশানের উন্নয়ন কাজ শুরু
পরবর্তী নিবন্ধএনবিআরকে দুভাগ করে অধ্যাদেশ জারি