বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চাই

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠন আজ আর কোনো বিলাসিতা নয়, এটি সময়ের অপরিহার্য দাবি। গণতান্ত্রিক সমাজে নেতৃত্ব নির্বাচন একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের শুধু ভোটের অনুশীলনই নয়, বরং মূল্যবোধ, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতার শিক্ষাও দেয়। অথচ আমাদের দেশে লাখো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজ সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বিশ্বের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র ভিন্ন। এমআইটি, হার্ভার্ড বা স্ট্যানফোর্ডের শিক্ষার্থীরা কেবল একাডেমিক উৎকর্ষ নয়, নেতৃত্ব ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমেও বিশ্বজয় করেছে। অথচ আমাদের দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেই সুযোগই অবরুদ্ধ।

একটি সক্রিয় ছাত্র সংসদ শিক্ষার্থীদের নেতৃত্ব, মতবিনিময়, সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধ শেখায়। এটি দলীয় রাজনীতির ক্ষেত্র নয়; বরং নীতি, ন্যায় ও অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। তাই শিক্ষা মন্ত্রণালয় ও নীতি নির্ধারকদের উচিত অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা। আজকের এই সাহসী সিদ্ধান্তই আগামী দিনের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রনায়ক তৈরির শক্তিশালী ভিত্তি হতে পারে।

ফিয়াদ নওশাদ ইয়ামিন

শিক্ষার্থী,

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধদুর্নীতি বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য বড় বাধা