বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি

এমপিওভুক্তির দাবি

| সোমবার , ২৫ এপ্রিল, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

এমপিওভুক্তির দাবিতে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগের আয়োজনে গতকাল রোববার সকাল ১১টায় চট্টগ্রাম অফিস প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, গত ২৯ বছর যাবত এই শিক্ষকরা সরকারি এমপিও সুবিধার বাহিরে। একই প্রক্রিয়াই নিয়োগ পেয়ে সদ্য সরকারি কলেজ শিক্ষকরা আজ ক্যাডার-নন ক্যাডার। এমপিওভুক্ত কলেজের নন এমপিও ডিগ্রি তৃতীয় শিক্ষকরাও এমপিও পাচ্ছে। কেবলমাত্র আমরা অল্প কিছু শিক্ষক এমপিও বা সরকারি সুযোগ সুবিধার বাহিরে। এর জন্য মাত্র বার্ষিক ১৪৪ কোটি টাকা প্রয়োজন। বর্তমান সরকারের জন্য এই টাকা খুবই সামান্য।

তাই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এই শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করে একটু স্বচ্ছলভাবে বাঁচার সুযোগ করে দিন।এসময় শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবর রহমান, নুর নবী, মোস্তফা কামাল, জয়নাল আবেদীন সোহেল, রোমেন দে, এমদাদুল হক, নাজিম উদ্দীন, আবু সাঈদ ফারুকী, আমজাদ হোসেন, আরিফুল হাসান, টিংকু দে, পম্পা বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুস্থ সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধটেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক