একটি দেশের অনুকূল আবহাওয়ার জন্য সেই দেশে অন্তত ২৫ ভাগ বনাঞ্চল প্রয়োজন। তবে বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ ২০ ভাগের নিচে। যার ফলে আমাদের দেশে হরহামেশাই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খড়া, ঘূর্ণিঝড়, তাপমাত্রা বৃদ্ধি ইত্যাদি বেড়ে গেছে। মূলত পর্যাপ্ত বনাঞ্চল ও গাছের সংখ্যা কম খাকার কারণে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে। তাই সবার উচিত অন্ততপক্ষে দুটি করে গাছের চারা রোপণ ও সেগুলো পরিচর্যা করা। গাছ রোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ৫ই জুন, বিশ্বব্যাপী পরিবেশ দিবস পালন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নির্মল, সবুজ ও প্রাকৃতিক পরিবেশ উপহার দিতে আমাদের সবার উচিত বেশি বেশি গাছের চারা রোপণ করা এবং অন্যকে গাছ লাগানো ও গাছের পরিচর্যা করার ব্যাপারে উৎসাহ প্রদান করা।
ইমরান খান রাজ
দোহার,
ঢাকা।