‘বেলায়তের পরিক্রমা ও তার সামাজিক প্রভাব’ সেমিনার ৩ অক্টোবর

| শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

নগরীর থিয়েটার ইনস্টিটউটে আগামী ৩ অক্টোবর ‘বেলায়তের পরিক্রমা ও তার সামাজিক প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আওলাদে রসুল (.) আওলাদে গাউছুল আযম মাইজভাণ্ডারী (.) ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন্‌ নূর মাইজভাণ্ডারী (.জি.)। প্রস্তুতি সভায় আওলাদে খোলাফায়ে গাউছে মাইজভাণ্ডারীগণের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, মাওলানা সৈয়দ সাইফুল্লাহ সুলতানপুরী, সৈয়দ কুতুবউদ্দিন রাসেল, মাওলানা সৈয়দ মাসুৃম কামাল আযহারী, মাওলানা সৈয়দ মাঈনুল ইসলাম জুনায়েদ, মওলানা সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী, মাওলানা সৈয়দ এহছানুল করিম ঈছাপুরী, সৈয়দ মীর মুহাম্মদ জসিম মাইজভাণ্ডারী, সৈয়দ মোকাররম আমিরী। আলোচনা শেষে মিলাদ মোনাজাতের মাধ্যমে প্রস্ততি সভা শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযানজট নিরসনে হাটহাজারী বাজারে অভিযান, ৮ ব্যক্তিকে অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধসিবিইউএফটিতে কম্পিউটার, পলিউশন ও এর্গোনমিক্স বিষয়ক সেমিনার