বেপরোয়া ট্রাকের ধাক্কা, তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আলীকদমের তারাবুনিয়া

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৬:৫০ পূর্বাহ্ণ

বান্দরবানের আলীকদম উপজেলায় ডাম্পার ট্রাকমোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের ৩ আরোহী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের লামাআলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আলীকদম উপজেলার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মো. বেলাল (৩০), বাজারপাড়ার মিনহাজ (১৮) ও নাছির চেয়ারম্যান পাড়ার মো. সৈয়দ আমিন (৪৫)

স্থানীয় বাসিন্দা জিয়া উদ্দীন বলেন, নিহতদের মধ্যে বেলাল হচ্ছেন ঝালমুড়ির দোকানদার। তিনি নিজে মোটর সাইকেল চালিয়ে বাকি দুজনকে সাথে নিয়ে আলীকদম বাজারে ফিরছিলেন। সঙ্গের দুজন সেখানে শ্রমিকের কাজ করতেন। পরিবারের বরাত দিয়ে জিয়া জানান, বেলালই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। ঘরে তার স্ত্রী ও দুটি ছোট্ট সন্তান রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলীকদম উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের লামাআলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেল যোগে আলীকদম উপজেলায় ফেরার পথে বিপরীত দিকে থেকে বেপরোয়া গতিতে আসা ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ৩ জনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে ট্রাক চালক ঘটনার পরপর পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মমিন বলেন, নিহতরা সকলেই আলীকদম উপজেলার স্থানীয় বাসিন্দা। প্রাথমিকভাবে দাফনের জন্য নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায় নিহতদের পরিবাররকে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআজ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী
পরবর্তী নিবন্ধভেবে দেখা হবে জলাবদ্ধতা প্রকল্পের প্রয়োজনীয়তা