বেতারের সাবেক বার্তা পরিচালক ফরিদ আহমেদ চৌধুরীর ইন্তেকাল

| শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ বেতারের সাবেক বার্তা পরিচালক (চট্টগ্রাম বেতারের সাবেক নিউজ কন্ট্রোলার ) ফরিদ আহমেদ চৌধুরী গত ১৮ ফেব্রুয়ারি রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। গতকাল বাদ আছর রাউজানের উরকিরচর হাইস্কুল মাঠে জানাজা শেষে বাকর আলী চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, ফরিদ আহমেদ চৌধুরী দৈনিক জনকন্ঠের সাবেক স্টাফ রিপোর্টার ও বর্তমানে থাইল্যান্ডে অ্যাকসন এইডের কান্ট্রি ডাইরেক্টর, তৌহিদ চৌধুরীর পিতা। ফরিদ আহমেদ চৌধুরী পাকিস্তান আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রেফারেন্স অফিসার হিসেবে করাচিতে সরকারি কর্মজীবন শুরু করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি চাকরি ছেড়ে দেন এবং স্বাধীনতার পর তথ্য মন্ত্রণালয়ে যোগ দেন। বাংলাদেশ বেতারের বার্তা পরিচালক হিসেবে অবসরে যান। তিনি ২ বছর দুবাইতে গালফ নিউজের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। অবসরে তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকায় লেখালেখি করতেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে চুয়েট শিক্ষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধদামুয়া খেলার মাঠ রক্ষার দাবিতে গণঅনশন