বেতারের সাথে তরুণ প্রজন্মের সংযোগ বাড়াতে হবে

চট্টগ্রাম কেন্দ্রে বেতারের মহাপরিচালক

| সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের আধুনিকায়ন ও ডিজিটাল সমপ্রচার যন্ত্রপাতি স্থাপন শীর্ষক প্রকল্পের সীমানা গতকাল সকালে সরেজমিনে পরিদশর্ন করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো. ছালহ্‌ উদ্দিন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি ও পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন এবং প্রকল্পের দ্রুত বাস্তবায়নকল্পে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন। তিনি চট্টগ্রাম কেন্দ্রের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও পর্যালোচনা করেন।

পরবর্তীতে তিনি বাংলাদেশ বেতার, চট্টগ্রামের অডিটোরিয়ামে কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীদের সাথে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মহাপরিচালক তার বক্তব্যে বলেন, জনগণকে বেতার অনুষ্ঠানে সম্পৃক্ত করতে হবে এবং বেতারের সাথে তরুণ প্রজন্মের সংযোগ বাড়াতে হবে। তিনি বক্তব্যে কর্মকর্তাদের মনিটরিংয়ের উপর নজর দিতে বলেন। মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম, চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাস, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মো. আব্দুল হালিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাসস পরিচালনা বোর্ড গঠন
পরবর্তী নিবন্ধ৫ দিন পর বাড়ি ফিরলেন জলদস্যুদের হাতে অপহৃত ১৯ জেলে