বেতার ব্যক্তিত্ব মমতাজ আলী খানের ইন্তেকাল

| বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১২:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সাবেক কর্মকর্তা এবং বেতারের আঞ্চলিক পরিচালক হিসেবে অবসরগ্রহণকারী ব্যক্তিত্ব, লেখকগীতিকার মমতাজ আলী খান গতকাল মঙ্গলবার সকালে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল বা’দ মাগরিব জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে তাঁর নামাজে জানাজা শেষে গরীবউল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মমতাজ আলী খানের ইন্তেকালে চট্টগ্রাম বেতারের সাবেক মুখ্য উপস্থাপক ফজল হোসেন এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ উপজেলা বিএনপির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধকাস্টমস নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির মিলাদ মাহফিল