রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের একটি কাঁচা সড়কের কালভার্ট ভেঙে গিয়ে মৃত্যুফাঁদ তৈরি হয়েছে। সড়কটি ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের নিত্য যাতায়াতের একমাত্র মাধ্যম। সড়কের এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। দ্রুত সড়কসহ কালভার্টটি নতুন করে করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।
স্থানীয়রা জানান, এই সড়কের অবস্থান বেতাগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। এটি দক্ষিণ পাড়া সড়ক থেকে এনায়েত শাহ মাজার সংলগ্ন সড়ক। কাঁচামাটির এই সড়ক দিয়ে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চলাচল করে আসছেন। এক কিলোমিটার দীর্ঘ এই সড়কের একমাত্র কালভার্টটির উপর দিয়ে গত কয়েকমাস আগে ট্রাক যাওয়ার সময় ছাদের অংশ পুরোটাই ভেঙে গেছে। ভেঙে যাওয়া অংশটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভাঙা কালভার্টের উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। শুধু ভেঙে যাওয়া অংশই নয় সামান্য বৃষ্টিতে পুরো সড়ক দিয়েই যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়।
মোরশেদুর রহমান নামে একজন জানান, এই সড়কটি স্থানীয় কবরস্থান ও রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তা। কালভার্টটি ভেঙে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কবরস্থানে একটা লাশ নিয়ে যাওয়াটাও এখন অনেক কষ্টসাধ্য। এর আশু প্রতিকারের জন্য তিনি ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
মো. ইউসুফ নামে একজন জানান, দুঃখজনকভাবে সড়কের কালভার্ট ভেঙে যাওয়ায় পুরো রাস্তাটি এখন বেহাল অবস্থায় রয়েছে। এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষের চলাচল করেন। জনগুরুত্বপূর্ণ এই যোগাযোগ মাধ্যমের এই ভয়াবহ অবস্থার জন্য মানুষ অনেক কষ্ট পাচ্ছেন বলে তিনি জানান।
এই ব্যাপারে বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানান, সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অচিরেই বরাদ্দ দিয়ে কালভার্টসহ পুরো সড়ক সংস্কার করে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হবে।