বেতনের টাকা ছিনতাইয়ে জড়িত একজন গ্রেপ্তার

৫৮ হাজার টাকা উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

নগরের নিউ মার্কেট এলাকা থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার বেতনের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার নাম গোলাম আজম (২৮)। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টায় সদরঘাট থানার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়। সিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ৬ আগস্ট সন্ধ্যায় ৬টা ২০ মিনিটে আবুল খায়ের গ্রুপের মার্চেন্ডাইজিং অফিসার এস এম শাহরিয়ার হাসান নিউ মার্কেট মোড়ে মাহেন্দ্র গাড়িতে ওঠার সময় অজ্ঞাত ৩/৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা বেতনের ৫৮ হাজার টাকা ভর্তি একটি ছিনিয়ে নেয়। পুলিশ জানায়, টাকা ছিনতাইয়ের ঘটনা জানতে পেরে আসামিকে ধরতে অভিযান শুরু হয়। সর্বশেষ গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত ছিনতাইকারী গোলাম আজমের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সাঙ্গুর তীর থেকে আরেক জেলের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার