বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেজিয়া) (২০২২-২০২৪) সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ১৭ জনের নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনাকারী ও নির্বাচন বোর্ড চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান। সঙ্গে নির্বাচন বোর্ড সদস্য ছিলেন মো. রিয়াদ আলী, টি আই এম নুরুল কবির ও সংগঠনের সচিব মো. রফিকুল ইসলাম। ফলাফল ঘোষণা শেষে নির্বাচন বোর্ড চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান বলেন, এই নির্বাচিত কমিটি দেশ ও রাষ্ট্রের স্বার্থে কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি।