বেগমজান উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব

| রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ৫:২৬ পূর্বাহ্ণ

হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবলী) উৎসব ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন গতকাল শনিবার ইপিজেডস্থ একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। উদযাপন পরিষদের আহবায়ক ইবরাহীম খলিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য শাহজাদা আলম, প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম উদ্দিন। উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী, আবু সালেহ, ডা. মোহাম্মদ জাকিরুল ইসলাম, ডা. মোহাম্মদ ইমতিয়াজ, মুহাম্মদ মহিউদ্দিন, দিদার আনিস, সাজ্জাদ আলম, হাসান মুন্না, রোকন উদ্দিন মাহমুদ খলিল, মোহাম্মদ এমরান, অ্যাডভোকেট মোহাম্মদ হাসান, মো. আজম উদ্দিন, মোহাম্মদ খাঁন, মোহাম্মদ সাহাবুদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, এই বিদ্যালয় থেকে বহু জ্ঞানী গুণী ও সমাজসেবক জন্ম নিয়েছেন। এই বিদ্যালয়ের বহু ছাত্র/ছাত্রী ইতোমধ্যে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দেশের সেবা করে যাচ্ছেন। তিনি প্রাক্তন শিক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় শাহচান্দ আউলিয়া মাদ্রাসায় ফল উৎসব
পরবর্তী নিবন্ধমিরনজিল্লা থেকে হরিজনদের উচ্ছেদ করা যাবে না