বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত হলেন চট্টগ্রামের কামরুন নাহার বেগম

‘মানুষের জন্য কাজ করে যেতে চাই’

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের পাঁচ নারী এ বছর বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন। এদের একজন চট্টগ্রামের প্রফেসর অ্যাডভোকেট কামরুন নাহার বেগম। ১৯৫৩ সালের ২০ ফেব্রুয়ারি পটিয়ার খানমোহনা এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। শ্বশুরবাড়ি রাঙ্গুনিয়ার সুখবিলাস এলাকায়। চট্টগ্রাম কলেজ থেকে বিএ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেন তিনি। একপর্যায়ে স্থানীয় পদুয়া কলেজে শিক্ষকতা, পরবর্তীতে চট্টগ্রাম ল কলেজ থেকে আইন বিষয়ে পড়াশোনা করে আইন পেশায় যোগ দেন।

বর্তমানে তিনি চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের রান্না করে খাইয়েছেন উল্লেখ করে কামরুন নাহার বেগম গতকাল বুধবার বলেন, নানাভাবে তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। ভয়ভীতি উপেক্ষা করে খাবার সংগ্রহ করে তা মুক্তিযোদ্ধাদের সরবরাহ করতেন। রাঙ্গুনিয়ায় মসজিদ নির্মাণসহ নানা দাতব্য কাজ করে আসছেন জানিয়ে তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার প্রয়োজন আছে দেখে রাঙ্গুনিয়ায় কলেজ প্রতিষ্ঠা করেছি। মানুষের জন্য কাজ করে যেতে চাই। তিনি নারী অধিকার প্রতিষ্ঠাসহ মানবাধিকার প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখছেন। রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন শুনে ভালো লাগছে বলেও জানান তিনি।

আইনজীবী কামরুন নাহার বেগমের মেয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্সপেক্টর ডা. আইরিন সুলতানা বলেন, মা রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন এটি অবশ্যই গৌরবের এবং আনন্দের। এর আগেও তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ২০০০ সালে মানবাধিকার কমিশনের জাতীয় সম্মেলনে ন্যাশনাল হিউম্যান রাইটস পদকে ভূষিত হন। যুক্তরাষ্ট্রের বায়োলজিক্যাল ইনস্টিটিউট কর্তৃক ২০০৩ সালে উইম্যান অব দ্য ইয়ার, ২০১০ সালে সাহিত্যিক আবুল ফজল ফাউন্ডেশন কতৃক গুণীজন সংবর্ধনা এবং ২০১১ সালে মুক্তিযদ্ধা সংগঠন কর্তৃক মানবাধিকারে অবদান রাখার জন্য তিনি মুক্তিযোদ্ধা সম্মাননা পেয়েছেন। কামরুন নাহার বেগম মানবাধিকারসহ নানা বিষয়ে তিনিটি বই লিখেছেন বলেও জানান ডা. আইরিন সুলতানা। বইগুলো হলো- নারী মানবাধিকার ও বর্তমান সমাজ প্রেক্ষাপট, আমার দেখা অস্ট্রেলিয়া মহাদেশ ও ইউরোপের ১৩ টি দেশ এবং বিশ্বের মানবাধিকার পরিস্থিতি।

ডা. আইরিন সুলতানা জানান, আইনজীবী কামরুন নাহার বেগম বর্তমানে কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের চেয়ারপারসন, মহিলা আওয়ামী লীগের সদস্য এবং মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসহ নানা সংগঠনের সাথে জড়িত আছেন। গতকাল বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রফেসর কামরুন নাহার বেগমসহ পাঁচ নারীকে বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত করা হয়েছে। আগামীকালের (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।

এসব কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ নারীকে এ সম্মাননা দেয়া হচ্ছে। বেগম রোকেয়া পদক-২০২২ এর জন্য মনোনীত নারীরা ওইদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মাননা পদক বিতরণ করবেন। এ বছর বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত পাঁচ নারী হলেন- নারীশিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (আইনজীবী), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতিতে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন এবং পল্লী উন্নয়নে অবদান রাখায় ঝিনাইদহের নাছিমা বেগম।

পূর্ববর্তী নিবন্ধবারৈয়ারঢালা ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে ভাঙচুর ককটেল নিক্ষেপ
পরবর্তী নিবন্ধজনসভায় অনুপস্থিত উখিয়া টেকনাফের সাংসদ শাহীন