বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজ মসজিদের মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ আগস্ট) আছরের নামাজের পর সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক কারানির্যাতিত নেতা জামাল হোসেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হাজী রফিকুল আলম, জেলা বিএনপি’র সাবেক সদস্য নুরুল কবির, অধ্যাপক এহসান মোল্লা, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক, সাবেক যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, আবু তাহের বিএসসি, নাজিম উদ্দিন, সেলিম উদ্দিন, আকবর হোসেন, মোহাম্মদ রফিক, জসিম আব্দুল্লাহ, নূরুল কবির বাদশা, হাজী সামাদ, আব্দুর রহিম মেম্বার, মোস্তাক আহমদ, হাজী সলিমুল ইসলাম, নেজাম উদ্দিন, জামাল হোসেন, ফরিদুল আলম, গাজী ফোরকান, আনোয়ার হোসেন চৌধুরী, ইফতেখার মোস্তফা সম্রাট, জয়নাল আবেদীন, চরতী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ ইউনুস মেম্বার, সাবেক সদস্য সচিব আবু ছৈয়দ মেম্বার, আমিলাইশ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ মাহাবুবুর রহমান সওদাগর, এয়াকুব হোসেন, ঢেমশা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সিকদার, নূরুল কবির, মোহাম্মদ তারেক, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোর্শেদ, সাবেক সদস্য সচিব ওসমান গনি শুভ, নুরুল ইসলাম মেম্বার, মোহাম্মদ ইসমাইল, এওচিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আলী আকবর, মার্দাশা ইউনিয়ন বিএনপি নেতা জামাল উদ্দিন সওদাগর, ছদাহা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আজিজুল হক, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, নূরুল ইসলাম, হেলাল উদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ জোবাইর, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ নাছের।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, মোহাম্মদ শফি, মোহাম্মদ নিজাম উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি’র নেতা তাসলিম উদ্দীন, এস এম নূরুল হক, আবু সালেহ, আবদুল আলীম, মোহাম্মদ আরমান, সাতকানিয়া উপজেলা যুবদল আহবায়ক মোহাম্মদ ইলিয়াস, ইকবাল হোসেন রুবেল, নাজিম উদ্দীন নাজু, কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভা যুবদলের আহবায়ক এস এম জাহেদ, সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, নাজিম উদ্দীন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট যুবদলের আহবায়ক মোহাম্মদ রাজিব, স্বেচ্ছাসেবক দলের নেতা আবু ছৈয়দ রাসেল, এইছ এম রফিক উদ্দিন, আবদুল গফুর, মোহাম্মদ মিন্টু, জোনায়েদুল হক মকসুদ,মোহাম্মদ তারেক, সোহেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা শওকত আলী, আজিজ, শাহাজান, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ করিম, আসিফ, আজিম, ইমাম হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।