বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় বিদেশ প্রেরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দল। বিবির হাট থেকে শুরু হয়ে মিছিলটি মুরাদপুর এসে শেষ হয়। এতে দলের চেয়ারপার্সনের পাশাপাশি মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সবুজ, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শামীম আহমেদের মুক্তির দাবি জানায় নেতৃবৃন্দ। মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খান।
প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, এম আবু বক্কর রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।