বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

উত্তর জেলা বিএনপির সমাবেশে শামীম

| শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৮:৩৯ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকরা ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকার বিদেশে নেয়ার অনুমতি দিচ্ছে না। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে অবিলম্বে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদানের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি একথা বলেন। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুস চৌধুরী এতে সভাপতিত্ব করেন। এরপর ১২ টায় উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এতে সঞ্চালনায় ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ।
স্মারকলিপি লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য এম এ হালিম,আলহাজ ছালাউদ্দিন,নুরুল আমিন,ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,অ্যাডভোকেট আবু তাহের,আবদুল আউয়াল চৌধুরী, আজম খান ,অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান ,নুরুল আমিন চেয়ারম্যান,আবু আহমেদ হাসনাত,মাহবুব সাফা,কাজী সালাউদ্দিন , সোলাইমান মঞ্জু , আনোয়ার হোসেন,মো. জাকির,শাহীদুল ইসলাম চৌধুরী,সালাউদ্দিন সেলিম, , মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যান,আবু জাফর চৌধুরী, দিদারুল আলম মিয়াজী, আজমত আলী বাহাদুর,যুবদল উত্তর জেলার সভাপতি হাসান মোহাম্মদ জসিম, কৃষকদলের সভাপতি আতিকুল ইসলাম লতিফী, মহিলাদলের সভানেত্রী মেহেরুন্নেসা নার্গিস, মৎস্যজীবী দল উত্তর জেলার আহ্বায়ক শফিউল আলম চৌধূরী , তাঁতী দল উত্তর জেলার সভাপতি মোহাম্মদ সিদ্দিক, ওলামা দলের জাহাঙ্গীর আলম হেলালী, বিএনপি নেতা জামশেদুর রহমান,যুবদল উত্তর জেলার সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, কৃষক দলের সাধারণ সম্পাদক বদিউল আলম চৌধুরী বদরুল, তাঁতী দলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কমিশনার, ওলামা দলের মৌলানা মোজাম্মেল হক ফারুকী, ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম , উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি প্রমুখ। সভাপতির বক্তব্যে অধ্যাপক ইউনুস চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির জন্য এই মুহূর্তে আন্দোলনের বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধএকশ নির্মাণ শ্রমিকের মাঝে কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধকাস্টমসে ফেব্রিক্সসহ ৪৯ লট পণ্যের নিলাম ২ ডিসেম্বর