বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে মানবিক সহায়তা প্রদান

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে মানবিক সহায়তা প্রদান করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান। গতকাল শনিবার অঙিজেন শীতলছরা ঝর্ণা আবাসিক এলাকায় উক্ত বৃদ্ধাশ্রমে অর্ধশত বেওয়ারিশ বৃদ্ধদের জন্য বিকালের নাস্তা, নগদ টাকা, চাল, ডালসহ এক সপ্তাহের নিত্য প্রয়োজনীয় মুদি বাজার উপহার দেন তিনি। এসময় তিনি বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। তিনি দুস্থ অসহায় বৃদ্ধদের সাহায্যে এগিয়ে আসার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা গোলাম রহমান রব্বানী জানান, বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে ঠিকানাবিহীন অর্ধশত বৃদ্ধ পুরুষ/মহিলা রয়েছে।

মানবিক মানুষের ছোট ছোট দান অনুদানে পরিচালিত হয়ে আসছে এ বৃদ্ধাশ্রম। কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের এই উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং সমাজের বিত্তমানদর সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা যুবদল নেতা মেহেদী হাসান রুবেল, ইলিয়াছ রুহেল, মানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুন হয়েছেন সাগর-রুনি, হত্যায় অংশ নেন ২ জন
পরবর্তী নিবন্ধবিমান বিধ্বস্ত হয়ে কুমির বেষ্টিত জলাভূমিতে ৫ জন ৩৬ ঘণ্টা পর উদ্ধার