সাতকানিয়ায় চরতি খোদারহাট-মৌলভীর দোকান সড়কে ডলু নদীর উপর বেইলি ব্রিজের পাটাতন খুলে উঠে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরতি, আমিলাইষ ও নলুয়ার জনসাধারণকে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় এলাকায় উৎপাদিত বিপুল পরিমাণ শীতকালীন সবজি বাজারজাত করা নিয়েও সমস্যায় পড়েছেন কৃষকরা। গতকাল সোমবার সকালে স্টিলের তৈরি বেইলি ব্রিজের পাটাতন খুলে উঠে যায়। এরপর থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমিলাইষ ইউপি চেয়ারম্যান এইচএম হানিফ জানান, স্টিলের তৈরি বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপুর্ণ অবস্থায় ছিল। গত রোববার থেকে অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার কথা বলা হয়েছিল। কিন্তু ওইদিন সাপ্তাহিক হাট থাকায় তা করা যায়নি। গতকাল সকালে একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজের স্টিলের পাটাতন খুলে উঠে যায়। এভাবে একে একে ব্রিজের ২টি স্থানে পাটাতন উঠে যাওয়ায় সকাল থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সাতকানিয়া উপজেলা সহকারী প্রকৌশলী পারভেজ সারওয়ার হোসেন জানান, বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ার খবর পেয়ে আমি সরেজমিন পরিদর্শন করেছি। বর্তমানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পায়ে হেঁটে লোকজন পার হচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যে ব্রিজটি যান চলাচলের উপযোগী করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুস সালাম চৌধুরী জানান, পাটাতন খুলে যাওয়ার খবর পেয়ে উপজেলা সহকারী প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। যত দ্রুত সম্ভব ব্রিজটি মেরামত করে যান চলাচলের উপযোগী করা হবে।