রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজার এলাকায় পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী দল ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে। সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা জানিয়েছেন, সকাল সাড়ে ৬ টার দিকে একটি পাথর বোঝাই ট্রাক ব্রিজে ওঠার পর হঠাৎ করে ব্রিজটিসহ ট্রাকটি নদীতে পড়ে যায়। এতে ট্রাকের তিনজন মারা গেছেন বলে শুনেছি। ব্রিজটি ভেঙে যাওয়ায় রাঙামাটি-খাগড়াছড়ি ও নানিয়ারচর উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সকাল সাড়ে ৬ টায় এ ঘটনাটি ঘটে। ট্রাকটি পাথর নিয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটির নানিয়ারচর যাচ্ছিল। ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় তিনি জানাতে পারেননি।
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেল্লাল হোসেন জানান, পাথর বোঝাই একটি ট্রাক ব্রিজ ধসে নীচে পড়ে যাওয়ার খবর শুনে আমরা ঘটনাস্থলে এসে দুই জনের লাশ উদ্ধার করি। আমাদের আসার আগেই স্থানীয় লোকজন একজনের লাশ উদ্ধার করে। মোট তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: শাহে আরেফীন বলেন, অতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণে ব্রিজটি ভেঙে গেছে। ব্রিজটি মেরামত করে সড়ক যোগাযোগ পুনরায় চালু করতে কমপক্ষে ১৫ দিন সময় লাগতে পারে।