বেইলি ব্রিজ ভেঙে ট্রাকচালক নিহত

বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমায় মাল বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এ দুর্ঘটনায় ট্রাকচালক আব্দুল গফুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে ব্রিজ ভেঙে যাওয়ায় বান্দরবান জেলার সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিহত গফুরের বাড়ি চট্টগ্রামের বাজালিয়ার পুরানগর এলাকায়।
সড়ক বিভাগ ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলা সড়কের মুরুঙ্গ বাজার এলাকায় মাল বোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজে উঠলে ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, সড়ক বিভাগের লোকজন এবং স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভিতর থেকে নিহতের লাশ উদ্ধার করেছেন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মসলে উদ্দিন চৌধুরী বলেন, সড়কটি বর্তমানে সেনাবাহিনীর ২০ ইসিবি তত্ত্বাবধানে রয়েছে। বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। ব্রিজটি অনেক লম্বা এবং বড় হওয়ায় মেরামতে সময় লাগবে। যতটা দ্রুত সম্ভব মেরামত করে সড়ক যোগাযোগ চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতিনি কখনো পোশাক কারখানার মালিক কখনো এনজিওর
পরবর্তী নিবন্ধঅবশেষে স্বতন্ত্র ইউনিটের প্রিজন সেল চালু