মানুষ এই সুন্দর পৃথিবীতে বেশির ভাগ সময়ই কাটিয়ে দেয় কীভাবে বাঁচবো? কী নিয়ে থাকবো? কোথায় যাব? কেন এমন হল জীবনে? কেন যা চাইলাম তা পাইলাম না? কার জন্য বাঁচবো? এই ভাবতে ভাবতে চলে যায় অনেকটা সময়, বিচলিত মনে পার হয় দিন রাত তবু এতসব প্রশ্নের উত্তর মিলে না। চিন্তার সমুদ্রে ভাসতে ভাসতে কখন যে জীবনের সূর্য টা অস্তমিত হয় বুঝতেই পারে না, মৃত্যুর ফেরেশতা দাঁড়িয়ে থাকে শিয়রে, জীবন জানান দেয় মৃত্যুর ঘণ্টা বেজে গেছে, নেক আমলের সুযোগই তো হয়নি, কী নিয়ে পথ হবে পাড়ি? কার কত সম্পদ, ব্যাংকে কত টাকা জমা তার হিসাব যথাযথ ভাবেই রাখা যায় কিনতু কত দিন বেঁচে থাকার সময় আছে তার হিসাব কেউ রাখে না মানব কল্যাণে জীবনটা কতটুকু কাজে লাগল সেটার সত্যতা খুঁজে পাওয়া যায় না এটাই বাস্তব। দুই দিনের দুনিয়াতে কার আগে কে যাবে কাকে মেরে কে বড় হবে তারই প্রতিযোগিতা চলছে প্রতিনিয়ত। যা সত্য যা কিছু সুন্দর, পবিত্র, তাই আমলনামায় যুক্ত হয়। অতএব এত ভেবে কী লাভ? কেন এত সংঘাত? এত বৈষম্য? সৃষ্টিকতা’ যখন যার জন্য যা কিছু ভালো মনে করে নির্ধারিত’ করেছেন তাই পাবেন, এর বেশিও না কমও না। সব সময় ভরসা রাখতে হবে উপরওয়ালার উপর তাহলে জীবনের বাকি সময়টুকু কেন কেন, নাই নাই ঝিকিরে আর কাটবে না। জীবনে পরিপূর্ণতা আসবে তখন যখন যা আছে যতটুকু পাওয়া হয়েছে তার মধ্যেই শোকর করা হয়। এই মায়াময় পৃথিবীর আকাশের নীলিমা, পাহাড়ি ঝর্ণা, চাঁদের জোসনা, নদীর মোহনার মত অপার সৌন্দর্যের নেয়ামত আমাদের সবার অন্তরকে বিকশিত করুক এটাই সতত কামনা।