বৃহত্তর ময়মনসিংহ সমিতি চট্টগ্রামের অভিষেক

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

বৃহত্তর ময়মনসিংহ সমিতি, চট্টগ্রামের ২০২৩২৪ সালের জন্য নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটি গঠন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ জহিরুল কবির, চবি পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন মিয়া, এডিশনাল কমিশনার (কাস্টম এক্সাইস অ্যান্ড ভ্যাট) মোহাম্মদ মাহমুদুল হাসান, নাজমুল হাসান, দিলআফরোজ। ক্যাপ্টেন শহীদুল ইসলামকে সভাপতি ও প্রকৌশলী মোহাম্মদ শামিমকে মহাসচিব হিসাবে নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট কার্য্যনির্বাহী কমিটি গঠিত হয়। সঞ্চালনায় ছিলেন খন্দকার লতিফুর রহমান আজিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক সিদ্দিক আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের পাঁচ হাজার কৃষক পেলেন বিনামূল্যের বীজ ও সার