চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অধীনস্থ নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার সমন্বয়ে গঠিত বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতি চট্টগ্রামের মতবিনিময় সভা গত ২৮ অক্টোবর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল চট্টগ্রামের পিপি আবদুস সাত্তার সরোয়ার। অতি. পিপি অ্যাডভোকেট মোহাম্মদ মুরশিদ আলম ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট এস এ মজুমদার, অ্যাডভোকেট আবদুল মোতালেব, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সভাপতি অ্যাডভোকেট কাজী মোহাম্মদ সিরাজ, অ্যাডভোকেট কেএস আব্বাসী ও অ্যাডভোকেট আবুল খায়ের।
সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন হায়দার সিদ্দিকী, অ্যাডভোকেট ভুলন লাল ভৌমিক, মহানগর পিপি ও সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মফিজুল হক ভুঞা, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট হারুন অর রশীদ ও সহসভাপতি অ্যাডভোকেট মো. জাফর হায়দার। প্রেস বিজ্ঞপ্তি।












