চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর পটিয়া-কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলাসহ বৃহত্তর চট্টগ্রামে ৬২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই তারিখে কক্সবাজারের টেকনাফ পৌরসভায়ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, লোহাগাড়া, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, মানিকছড়ি, রামগড়, রাঙামাটির সদর, নানিয়ারচর, বান্দরবানের রোয়াংছড়ি, থানচি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দুপুরে নির্বাচন কমিশনের ৮৯তম কমিশন সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর। চতুর্থ ধাপে সারাদেশের ৮৪০ ইউপিতে ভোট হবে। এতে ৩৩ ইউনিয়ন পরিষদে ইভিএমে ও বাকিগুলোয় ভোট নেওয়া হবে প্রচলিত ব্যালট পেপারে। এছাড়া পৌরসভার ভোটও ইভিএমে হবে।
কঙবাজারের টেকনাফ, রায়পুরা ও আটঘরিয়া এই তিনটি পৌরসভার ক্ষেত্রেও মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই নিয়মে হবে বলে জানান ইসি সচিব।
বৃহত্তর চট্টগ্রামের যেসব ইউনিয়নে ভোট :
পটিয়া : উপজেলার কোলাগাঁও ইউনিয়ন, হাবিলাসদ্বীপ, কুসুমপুরা, জিরি, আশিয়া, কাশিয়াইশ, জঙ্গলখাইন, বড়লিয়া, ধলঘাট, কেলিশহর, হাইদগাঁও, দক্ষিণভূর্ষি, ভাটিখাইন, ছনখরা, কচুয়াই, খরনা ও শোভনদণ্ডী ইউনিয়ন।
কর্ণফুলী : উপজেলার জুলধা ইউনিয়ন, শিকলবাহা, চরলক্ষ্যা, বড়উঠান ইউনিয়ন।
লোহাগাড়া : উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন, পদুয়া ইউনিয়ন, চরম্বা, চুনতি, কলাউজান ও পুটিবিলা ইউনিয়ন।
কঙবাজার : জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন, বরইতলী, চিরিংগা, ডুলাহাজারা, ফাঁসিয়াখালী, হারবাং, খুটাখালী, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন।
খাগড়াছড়ি : জেলার লক্ষ্মীছড়ি উপজেলার লক্ষ্মীছড়ি, দুল্যাতলী, বর্মাছড়ি ইউনিয়ন। মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইউনিয়ন, বাটনাতলি, তিনটহরী ইউনিয়ন এবং রামগড় উপজেলার রামগড় ও পাতাছড়া ইউনিয়ন।
রাঙামাটি : জেলার সদর উপজেলার জীবতলী ইউনিয়ন, মগবান, সাপছড়ি, কুতুকছড়ি, বন্দুকভাঙ্গা, বালুখালী ইউনিয়ন এবং নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়ন, নানিয়ারচর, বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়ন।
বান্দরবান : জেলার রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়ন, আলেক্ষ্যাং, নোয়াপতং, তাড়াছা ইউনিয়ন এবং থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়ন, তিন্দু ইউনিয়ন, থানচি ইউনিয়ন ও বলিপাড়া ইউনিয়ন পরিষদ।
জানা যায়, চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন, চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি ও মানিকছড়ি ইউনিয়নে ভোট হবে ইভিএমে।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার সারাদেশে ৮৩৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া তৃতীয় ধাপে দেশের এক হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। এর আগে প্রথম ধাপে ৩৬৪টি ইউপির নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।