বৃহত্তর কুমিল্লা সমিতি চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা, অভিষেক ও কৃতী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্প্রতি চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। নির্বাহী সদস্য মো. নুরুল আমিনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে আজীবন সদস্যদের মধ্যে যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের উদ্দেশ্যে শোকপ্রস্তাব পাঠ ও মোনাজাত করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও উত্তরা গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান ও ব্যাপস্থাপনা পরিচালক মতিউর রহমান। সভায়, নাসির উদ্দিন মোল্লাকে সভাপতি, শাহ আলমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
অনুষ্ঠানে ৭১ জন মেধাবী ছাত্র–ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। এতে সমিতির প্রায় ৮০০ শতাধিক আজীবন সদস্য ও ৭১ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।