বিশ্বের বৃহত্তম স্বয়ংক্রিয় ড্রোন সুপারহাইওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়ে মাঠে নামছে যুক্তরাজ্য। আগামী দুই বছরের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে দেশটির সরকার। বিবিসি জানিয়েছে, ১৬৪ মাইলের স্কাইওয়ে প্রকল্পে সংযুক্ত হবে যুক্তরাজ্যের আঞ্চলিক শহরগুলো। কেমব্রিজ ও রাগবির মতো ছোট শহরও থাকবে সে তালিকায়।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবারই অ্যারোস্পেস খাতের জন্য ২৭ কোটি ৩০ লাখ পাউন্ডের নতুন তহবিলের অংশ হিসেবে স্কাইওয়ে প্রকল্প উন্মোচন করতে যাচ্ছেন দেশটির বাণিজ্য মন্ত্রী কোয়াসি কোয়ার্টেং। সুপারহাইওয়ে প্রকল্পের পাশাপাশি স্কটল্যান্ড ওষুধ সরবরাহে এবং সিলি দ্বীপপুঞ্জে ডাক পাঠাতে ড্রোন ব্যবহারের পরিকল্পনা করেছে যুক্তরাজ্য সরকার।
বিবিসি জানিয়েছে, ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ারশো-তে নতুন প্রকল্পের ঘোষণা দেবেন কোয়ার্টেং। ২০১৯ সালের পর প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এয়ারশোটি। সম্ভাবনা যেখানে : যুক্তরাজ্য জুড়ে কয়েক বছর ধরে ড্রোন প্রযুক্তির যে পরীক্ষা-নিরীক্ষা চলছিল, স্কাইওয়ে আরও বড় পরিসরে তারই প্রয়োগ বলে বিবিসিকে জানিয়েছে যুক্তরাজ্যের টেলকম সেবাদাতা প্রতিষ্ঠান বিটি’র পরিচালক ডেভ প্যাংকহার্সট। প্রকল্পের অংশীদারদের অন্যতম এই কোম্পানিটি। ড্রোনের সক্ষমতা বাজারে আছে বেশ অনেক দিন ধরেই।