রোদ, বৃষ্টির সাথে লুকোচুরি খেলতে খেলতেই কেটে গেল বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম দিন। এই বৃষ্টিতো এই নেই। এভাবে করতে করতেই কেটে গেছে বেশিরভাগ সময়। আর তাতে তিন ঘন্টার অনুশীলন শেষ হয় ছয় ঘন্টায়। সকাল ১০ টায় শুরু হওয়া অনুশীলন দুপুর ১ টায় শেষ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে সে অনুশীলন শেষ হয় বিকেল ৪ টায়। মাঝখানে বেশ কয়েকবার বন্ধ হয়েছে অনুশীলন। মাঠ কর্মীদের বারবার ত্রিপল নিয়ে ছুটতে হয়েছে মাঠে। তারপরও চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম দিনটা বেশ ভালই কেটেছে। সাকিব আল হাসান এবং মোসাদ্দেক হোসেন সৈকত ছাড়া দলের বাকি সবাই ছিলেন অনুশীলনে। সাকিব এখনো আমেরিকায়। তার ঢাকা পৌঁছানোর কথা আজ। আর মোসাদ্দেক হোসেন সৈকত রয়েছেন বিসিবি একাদশের সাথে।
শ্রীলংকার বিপক্ষে আজ থেকে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। পূর্ব পরিকল্পনা মোতাবেক গতকাল সকালেই অনুশীলনের উদ্দেশ্যে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে যায় বাংলাদেশ দল। কিন্তু অনুশীলন শুরুর কিছুক্ষন পরই বাগড়া বসায় বেরসিক বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় অশনির কারনে চট্টগ্রামে হালকা বৃষ্টি হচ্ছে। আর সে বৃষ্টির কারনেই বারবার বন্ধ করতে হয়েছে তামিম, মোমিনুল, মুশফিকদের অনুশীলন। যদিও যেটুকু সময় পাওয়া গেছে তাতেই ঘাম ঝরিয়েছে টাইগাররা। ঈদের ছুটির পর গতকালই প্রথম অনুশীলনে নামে বাংলাদেশ দল। কারন আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। আর সে সিরিজে অংশ নিয়ে আগের দিন ঢাকায় পৌঁছে শ্রীলংকা ক্রিকেট দল।
গতকাল সাগরিকাস্থ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সবচাইতে বেশি তৎপর দেখা গেছে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকে। কারন সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটিং নিয়ে সমালোচনাটা বেশি হয়েছে। অবশ্য হওয়ারই কথা। কারন দুই টেস্টের শেষ দুই ইনিংসে শতরানও পার হতে পারেনি বাংলাদেশ দল। ফলে মোমিনুল, মুশফিক, তামিমদের ব্যাটিং নিয়ে সমালোচনাটা হয়েছে বেশি। দলের সেরা ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস ফেরাতেই যেন জেমি সিডন্সের প্রানান্তকর প্রচেষ্টা। দলের তরুন তুর্কি মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাশ, নুরুল হাসান সোহানদেরও বেশ ভাল ভাবেই ঝারিয়ে নেওয়ার চেষ্ট করলেও জেমি সিডন্স। দায়িত্বের বেশিরভাগ যেন বাংলাদেশ দলের সাবেক এই কোচের। কারন নিজেদের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট জিততে হলে যে ব্যাটসম্যানদেরকেই ভূমিকাটা বড় করে নিতে হবে সেটা বেশ ভালই জানা সিডন্সের।
দলের প্রধান পেসার তাসকিন আহমেদ নেই। তবে নিউজিল্যান্ড সিরিজে দারুন করা এবাদত হোসেন, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা শরীফুলরাও অনুশীলন করেছে গতকাল। যদিও শরীফুল খেলতে পারবে কিনা সেটা নির্ভর করছে তার ফিটনেস কি অবস্থায় আছে তার উপর। দলের তিন স্পিনারের দুজন গতকাল অনুশীলন করেছেন। এ দুজন হলেন তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। দলের সেরা স্পিনার সাকিব আল হাসান এখনো যোগ দেননি দলের সাথে। যেহেতু নিজেদের মাঠে খেলা তাই বাংলাদেশ সে সুবিধাটা কাজে লাগাতে চায় পুরোপুরি। আর সে জন্যই আগে ভাগে ম্যাচ ভেন্যুতে অনুশীলনে টাইগাররা। যদিও প্রথম দিনে বৃষ্টিই বেশিরভাগ সময় কেড়ে নিয়েছে। তারপরও প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্টি টাইগার শিবিরে। আজ দুপুর ২টা থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল একই মাঠে।